কলকাতা , ৩ নভেম্বর:- শহরতলির ট্রেন পরিষেবা আবার শুরু করার বিষয়ে রেলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যসরকার আজ রেলকে সবরকম সাহায্যের লিখিত আশ্বাস দিয়েছে। স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী আজ রেলকে নোট দিয়ে জানিয়েছেন কোভিড বিধি মেনে সব রকমের সুরক্ষা ব্যবস্থা করতে রাজ্য প্রশাসন রেলকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। তিনি রেলওয়ে স্টেশনগুলির সমস্ত এন্ট্রি পয়েন্ট গুলিতে থার্মাল স্ক্যানিংয়ের জন্য অনুরোধ করেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর।
লোকাল ট্রেন ও স্টেশনে শারীরিক দূরত্ব বিধি সহ যাবতীয় সুরক্ষা প্রটোকল মেনে তোলার ওপরেও রাজ্য সরকারের তরফে জোর দেওয়া হয়েছে। গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে রেল কর্তৃপক্ষ বাংলায় লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে আগ্রহী বলে জানিয়েছে। 50 শতাংশ যাত্রী নিয়ে ১০-২০ শতাংশ ট্রেন চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে যা ধীরে ধীরে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করা হবে। টিকিট বুকিং পদ্ধতি, রুট নির্বাচন ও ট্রেনের সংখ্যা নির্ধারণের জন্য আগামী বৃহস্পতিবার রেল এবং রাজ্য সরকার পুনরায় বৈঠকে বসছে