এই মুহূর্তে খেলাধুলা

একসঙ্গে পদত্যাগ প্রোটিয়া ক্রিকেট বোর্ডের সমস্ত সদস্যের !


স্পোর্টস ডেস্ক, ২৮ অক্টোবর:- একসঙ্গে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সমস্ত ডিরেক্টর। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে টুইটারে একটি পোস্টে লেখা হয়, “সব ডিরেক্টর নিজ নিজ পদ থেকে ইস্তফা দিলেন।” বোর্ডের মেম্বার কাউন্সিলের একাধিক বৈঠকের পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। রবিবার চার বোর্ড সদস্য পদত্যাগ করেন। যাঁর মধ্যে ছিলেন বর্তমান কার্যকরী প্রেসিডেন্ট বি উইলিয়ামস। সোমবার বাকি ছ’জন বোর্ড সদস্য ইস্তফা দেন। CSA এও জানিয়ে দিয়েছে, ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। তবে তিনজনকে নিজেদের পদে রেখে দেওয়া হয়েছে। বোর্ডের কাজ যাতে কোনওভাবে না আটকায়, তা সুনিশ্চিত করার দায়িত্ব তাঁদের কাঁধে। অন্তর্বর্তীকালীন বোর্ড তৈরির আগে পর্যন্ত তাঁরাই সমস্ত দায়িত্ব সামলাবেন।

বোর্ড কর্তাদের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সমস্ত কার্যকলাপ অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণ চলে যায় দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটির হাতে। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও সদস্য দেশের ক্রিকেট বোর্ডে সে দেশের সরকারের হস্তক্ষেপের অনুমতি নেই। এ বিষয়ে সরকারের সঙ্গে সমস্যা না মিটলে দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হতে পারে। তারপর থেকেই বিতর্কে প্রোটিয়াদের বোর্ড।