প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- সাতসকালেই বনধের সমর্থনে কলকাতার রাস্তায় নেমেছেন বাম সমর্থকেরা। দক্ষিণ কলকাতায় বনধ সমর্থকেরা গোলপার্কের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকেরা। যদিও সিপিএম সমর্থকদের রাস্তায় টায়ার জ্বালানোর সময় পুলিশের উপস্থিতি ছিল না। টায়ার জ্বালালেও রাস্তা বন্ধ করতে পারেন নি সিপিএম সমর্থকেরা। আগুনের শিখা পাশ কাটিয়ে রীতিমতো গাড়ি চলছে।
যাদবপুরেও সকালেই বনধ সমর্থকেরা সাতসকালে রাস্তায় নেমেছেন। যাদবপুর এইটি বি বাসস্ট্যান্ড থেকে বাম কর্মী সমর্থকেরা সকাল সাতটা নাগাদ মিছিল করে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বামকর্মী সমর্থকেরা যাদবপুরের রাস্তায় লাল পতাকা নিয়ে দাপিয়ে বেড়ালেন। যদিও যাদবপুরে বামেদের বিশাল মিছিলে সিপিএমের কোন পরিচিত মুখের নেতা ছিলনা। তারপরেও যাদপুরে বামদের বিশাল মিছিল হয়। যা বামেদের পক্ষে আগামী দিনে অত্যন্ত ভালো দিক বলে মত রাজনৈতিক মহলের।