চিরঞ্জিত ঘোষ , ২০ সেপ্টেম্বর:- যেভাবে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের প্রতি লাগাতার বঞ্চনা করে চলেছেন তার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো হুগলির চন্ডীতলায়। এদিন বিকেলে এই সভা থেকে কেন্দ্রীয় সরকার যে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে তার তীব্র নিন্দা করা হয়। অনুষ্ঠানে চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার বলেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এ রাজ্যের প্রতীক বঞ্চনা করে চলেছে। প্রাপ্য টাকাযেটা রাজ্য সরকারের পাওনা সেই টাকা ইচ্ছাকৃতভাবে রাজ্যকে দিচ্ছে না। যার ফলে রাজ্য সরকারের কোষাগারের টান পড়ছে।
কারণ এ রাজ্যের তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। একের পর এক উন্নয়নমূলক কাজ এবং প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু এই সমস্ত কাজ গুলি করতে যে অর্থের প্রয়োজন কেবলমাত্র কেন্দ্রের বঞ্চনার জন্য বহুলাংশে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে। আজকের অনুষ্ঠান চন্ডীতলায় একটি উচ্চ বাতিস্তম্ভের উদ্বোধন করা হয়। বিধায়ক স্বাতী খন্দকার বলেন দীর্ঘদিন ধরে এখানকার মানুষের এ ব্যাপারে দাবি ছিল যা আজকে পূরণ করা হলো।অনুষ্ঠানে বেশকিছু বিরোধী দল থেকে আশা কর্মী এবং নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধায়কের হাত থেকে তাঁরা তৃণমূলের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ যে কর্মযজ্ঞ তার প্রতি আনুগত্য দেখিয়ে তৃণমূলের সঙ্গে পথচলার অঙ্গীকার করেন।