কোচবিহার , ১৫ সেপ্টেম্বর:- দীর্ঘ ৬ মাস ধরে মোকাবেলায় লকডাউন চলছে। তারেই মাঝে বেশ কয়েকটি উৎসব কেটে গেছে অনাড়ম্বরভাবে। আর তারপর বিশ্বকর্মা পুজা। মাত্র একদিন বাকি রয়েছে পুজার। এই বিশ্বকর্মা পূজা অনাড়ম্বরভাবেই হবে বলে ধারণা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু করোনা চলছে, তাই অন্যান্য বছরের মতো এবছরও সে ধরনের বড় আয়োজনে কোন পুজো হচ্ছে না। ছোটমোটো প্রতিমা এনে নিয়ম রক্ষা করে পুজো করা হবে বলে অনেক উদ্যোক্তা জানিয়েছেন। এদিকে যারা বিশ্বকর্মা প্রতিমা তৈরি করেন বিশেষ করে মৃৎশিল্পীরা তারা আকারে ছোট প্রতিমা বানিয়ে বাজারে নিয়ে যাচ্ছেন। মৃৎশিল্পী নির্মল পাল বলেন, এবছর ছোট ছোট কিছু প্রতিমা তৈরি করেছি। কারণ লকডাউনে বড় প্রতিমা অর্ডার হয়নি। করোনা আবহে বসে থেকে লাভ কি তাই ছোট ছোট প্রতিমা বানিয়ে বাজারে নিয়ে যাচ্ছি দেখা যাক। যদি পুজো উদ্যোক্তারা আমাদের প্রতিমা কেনেন তাহলে হয়তো বা খরচের পয়সা উঠে কিছু লাভ হলেও হতে পারে। তাই বাজারে নিয়ে যাচ্ছি প্রতিমা গুলোকে নিয়ে। শুধু করোনা নয়, প্রতিদিন বৃষ্টির কারণে প্রতিমাসে কত বিদ্যুৎ খরচ করতে হচ্ছে। এই কয়দিনে রোদের দেখা মেলেনি। সব মিলিয়ে এখন বিশ্বকর্মার কৃপায় অপেক্ষায় আছি কিছু পয়সা রোজগার করবার জন্য।
Related Articles
পাহাড় জয় মোহনবাগানের।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ জানুয়ারি:- ডার্বির পর পাহাড়েও প্রতিপক্ষকে উড়িয়ে দিল কিবু ভিকুনার দল ৷ বৃহস্পতিবার ইম্ফলে নেরোকা এফসি-কে ৩-০ গোলে হারাল মোহনবাগান। এর ফলে লিগ শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি অবস্থান আরও মজবুত করল গঙ্গাপাড়ের ক্লাব ৷ বাগানের হয়ে গোল তিনটি করেন নাওরেম, দিওয়ারা ও তুরসুনভ। সবুজ মেরুনের নয়া বিদেশি প্রথম দিকে গোল না-পেলেও ডার্বি থেকে […]
‘ স্বাস্থ্য ইঙ্গিত ‘ নাম দিয়ে টেলিমেডিসিন পরিষেবা শুরু রাজ্য সরকারের।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- করোনাকালে রাজ্যের মানুষকে নিজের এলাকা থেকেই নিখরচায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার সুযোগ করে দিতে ‘ স্বাস্থ্য ইঙ্গিত ‘ নাম দিয়ে টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ শুরুতেই সাড়া ফেলে দিয়েছে। প্রশাসনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী একমাস পেরোনোর আগেই এই পরিষেবা ব্যবহার করে উপকৃত হয়েছেন ১০ লক্ষের বেশি […]
হুগলিতে ১৪ টি ব্লক ক্ষতিগ্রস্ত , ৭৮৩২৭ মানুষ জলবন্দি , কয়েক লক্ষ টাকার কৃষিজমির ফসল নষ্ট।
মহেশ্বর চক্রবর্তী, ৩ আগস্ট:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় সারা হুগলি জেলায় কয়েক লক্ষ টাকা কৃষিজমির ফসল, মাছ ও কয়েক লক্ষ টাকার মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে। হুগলি জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে ( ০১/০৮/২১ ও ০২/০৮/২১) বন্যার জলে প্রায় ৩৪৩৪৭ হেক্টোর কৃষিজ ফসল নষ্ট হয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ৪৪২৬৬ লক্ষ টাকা। বন্যার জলে […]