এই মুহূর্তে কলকাতা

আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের নিয়ম-রক্ষার অধিবেশন বসছে।

কলকাতা , ৮ সেপ্টেম্বর:- কোভিড সংক্রমনের আবহে আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের নিয়ম-রক্ষার অধিবেশন বসছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই অধিবেশনকে সামনে রেখে বিধানসভায় করোনা পরীক্ষা সহ একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল বিধানসভার অধিবেশন হবে দুদিনের। কিন্তু বর্তমান আবহে তাও ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করে সময় আরো কমিয়ে, আগামীকাল একদিনের মধ্যেই অধিবেশন শেষ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো।অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ বিধান সভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ৬৫ বছর বা তার বেশী বয়সী বিধানসভার সদস্যদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অধিবেশন একদিন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণের পরে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় কে নিয়ে আলোচনার জন্য সভায় একটি প্রস্তাব আনা হবে। এরপরে কয়েকটি দপ্তরের রিপোর্ট পেশ করা হবে তারপর দ্বিতীয়ার্ধে একটি সংশোধনী বিল নিয়ে সভায় আলোচনার পরেই অধিবেশন এবারের মতো মুলতুবি হয়ে যাওয়ার কথা। যদিও বিরোধী বাম ও কংগ্রেস পরিষদীয় দল এভাবে সংক্ষিপ্ত অধিবেশন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। এদিকে বিধানসভার অধিবেশন এর আগে এদিন থেকেই বিধায়ক, বিধানসভার কর্মী, নিরাপত্তা রক্ষী ও সাংবাদিকদের কোভিড টেস্ট শুরু করা হয়েছে। আগামীকালও তা চলবে।