হুগলি , ৬ সেপ্টেম্বর:- বঙ্গ বিজেপির দিলীপ,মুকুল, তথাগতরা মুখ্যমন্ত্রী হবে বলে ছুটছে। আবার কখনো রামকৃষ্ণ মিশন ও খেলার মাঠের কারো নাম মুখ্যমন্ত্রীর দৌড়ে ভাসাচ্ছে। আসলে বিজেপির কিছু নেই। শুধু আছে ডায়ালগ বাজি আর কথার কচকচানি। রবিবার শ্রীরামপুরে ২৩ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সহজাত ভঙ্গিতে বিজেপি কে বিঁধলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০২১ বিজেপি ১৮ টা আসনও পাবেনা। করোনা থেকে উম্পুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সন্তানের মতো আগলে রেখেছেন। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যপাল কে কাঁদতে কাঁদতে বাংলা ছাড়তে হবে।বলবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি।রবিবার শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই রাজ্যপাল কে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,৩৪ বছর আমরা সিপিএমের সঙ্গে লড়াই করে ক্ষমতায় এসেছি।আমরা জানি কী ভাবে লড়াই লড়তে হয়।বিজেপি চুর চুর করে দেব।