হুগলি,২ জানুয়ারি:- প্রয়াত সাংসদ আকবর আলী খন্দকারের জন্ম দিন উপলক্ষে নবীন থেকে প্রবীন পুরুষ মহিলা উভয়ের জন্য হাটা প্রতিযোগীতা অনুষ্ঠিত হল উত্তরপাড়ায় ।হিন্দমোটর শিবতলায় উত্তরপাড়া শহর তৃণমূলের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই হাটা প্রতিযোগীতা শুরু হয়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপাড়া তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয় । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া শহর তৃণমূলের সভাপতি তাপস মুখার্জি, স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল, উত্তরপাড়া শহর ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ মুখার্জি ও অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরা । এদিন ১১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । বিধায়ক প্রবীর বাবু বলেন গত ৩৬ বছর ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছে উদ্যোক্তারা খুবই ভাল কাজ ।মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পাশে আছে।









