হাওড়া , ২৩ আগস্ট:- তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যুবক যুবতীদের উদ্বুদ্ধ করলেন রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী ও দলের হাওড়া জেলা (শহর) সভাপতি লক্ষীরতন শুক্লা। রবিবার বিকেলে বেতড় মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই যুবক যুবতীদের সঙ্গে মিলিত হন লক্ষ্মীরতন। ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার। ১৮ থেকে ৩৫ বছরের ওই যুবক যুবতীদের মধ্যে অনেকেই স্নাতক ও স্নাতকোত্তরস্তরের পড়ুয়া। অনেকে আছেন স্নাতকোত্তরস্তরের গন্ডী পেরোনো তরুণ তরুণীও। তাঁদের তৃণমূলে যোগ দিতে চাওয়ার এদের ইচ্ছের ভূয়সী প্রশংসা করেন লক্ষ্মীরতন। তিনি বলেন, বাংলার যুব সমাজ কতটা রাজনৈতিক সচেতন এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত হল।
এই যুবক যুবতীরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, ১৮-৩৫ বছরের মধ্যে নির্বাচনী রাজনীতিতে যোগদানে ইচ্ছুক এমন ব্যক্তিদের সুযোগ দেয় ‘ইয়ুথ ইন পলিটিক্স’-একটি সর্বভারতীয় মঞ্চ। গত ২ বছরে প্রায় ১০ লক্ষ যুব এই মঞ্চে নিজেদের নথিভুক্ত করেছেন। পশ্চিমবঙ্গে এই সংখ্যা প্রায় ৪ লক্ষ। এদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিজেদের রাজনৈতিক সফর শুরু করার ইচ্ছাপ্রকাশ করেছেন। এরাই উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে কথোপকথনের পর এরা দলে যোগ দেন।