সুদীপ দাস , ২৩ আগস্ট:- গত ১২ তারিখে ভদ্রেশ্বর তেলিনিপাড়া থেকে ৮২ বছরের নিমাই ঘোষ নামে এক ব্যক্তি চুঁচুড়ার মল্লিক কাশিম হাটের একটি অজন্তা নামক বেসরকারি নার্সিং হোমে শাষকষ্ট নিয়ে ভর্তি হন। ডাক্তার তার উপসর্গ দেখে সরকারি হাসপাতালে রেফার করেন, কারণ সন্দেহ হয় করোনার। কিন্তু পেশেন্ট ও বাড়ির লোক, তারা যেতে চাননি সরকারি হাসপাতালে। তখন বাধ্য হয়েই ওই নার্সিং হোম, আলাদা জায়গায় স্থানান্তরিত করে তার চিকিৎসা শুরু করেন। তার সোয়াব টেস্ট করা হয়, দেখা যায় করোনা পজিটিভ। এরপর ডাক্তারদের চেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন। গতকাল তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছুটি দেওয়া হয় নার্সিং হোম থেকে। এই ঘটনায় বেসরকারি নার্সিং হোমে এই পরিষেবা দিতে পেরে খুশি ডাক্তার থেকে অন্য স্বাস্থ্যকর্মীরা। এদিন রিতিমত ফুল-মালা দিয়ে সম্ভাষন জানানোর পর তাঁকে ছুটি দেওয়া হলো। উল্লেখ্য হুগলি জেলায় বেসরকারী নার্সিং হোমে চিকিৎসা করে ৮২ বছরের কোন মানুষের করোনা জয় সম্ভাব্য প্রথম।
Related Articles
ময়না তদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন , সাফ জানালেন আনিসের বাবা।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ময়নাতদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন, সিটকে দিয়ে নয়। সিটের তদন্তকারী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাফ জানিয়ে দিলেন আনিশের বাবা সালেম খান। বুধবার ফের মৃত আনিশ খানের বাড়িতে আসেন ডিএসপির নেতৃত্বে সিটের সদস্যরা। তারা এসে তার বাবার সঙ্গে কথা বলেন। সালেম খান ময়নাতদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর তদন্তকারী অফিসার ও এক্সিকিউটিভ […]
প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত , শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১০ জুন:- বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, […]
মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করতে চলেছে পুলিশ প্রশাসন।
আরামবাগ, ২৩ জুন:- মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে পুলিশ প্রশাসন। এদিন আরামবাগে ব্লকের আরান্ডী দুই নম্বর অঞ্চলের হিয়াৎপুরে মহিলা ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির হয়ে গেলো। এই কর্মসূচির আয়োজন করে আরামবাগ মহিলা থানা। এদিন সচেতনতার পাশাপাশি বাচ্চাদের মাস্ক এবং চকোলেট বিতরণ করা হয়।করোনা পরিস্থিতিতে মহিলা ও শিশুদের রক্ষা করার […]