বাঁকুড়া, ১৮ আগস্ট:- দীর্ঘদিন ধরেই আতঙ্ক নিয়ে নদী পারাপার করতে হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষদের । কিন্তু তারপরেও যাত্রী সুরক্ষার ব্যাপারে কোনরকম নজর নেই প্রশাসন থেকে শুরু করে নৌকা কর্তৃপক্ষ কারোরি এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় । এ ছবি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার দ্বারিকা পঞ্চায়েতের অন্তর্গত দমদমার ঘাটে । যেখানে দেখা যাচ্ছে করোনা আবহের মধ্যে নৌকায় গা ঘেষাঘেষি করে নদী পারাপার করছেন সাধারণ মানুষ । পাগড়া , শান্তিপুর কলোনি , বসন্তপুর , ডিহড় , পেনাড়া , সিলিমপুর সহ আশি থেকে একশ টি গ্রামের দুই থেকে তিন হাজার লোক যাতায়াত করেন । আর এখানেই প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি নিয়ে ।
যেহেতু বর্ষাকালে নদীতে জল বাড়লে নদীর চেহারা ভয়াবহ আকার ধারণ করে কিন্তু সেখানে দেখা যাচ্ছে কোনরকম লাইফ জ্যাকেট ছাড়াই সাধারণ মানুষকে নদী পারাপার করাচ্ছেন নৌকা কর্তৃপক্ষ । এমতাবস্থায় যদি নৌকাডুবির মত কোন ভয়ানক দুর্ঘটনা ঘটে তখন তার দায় কে নেবে তাই নিয়ে উঠছে প্রশ্ন । তাপস কুমার সাহা নামে এক নৌকার যাত্রী বলেন , রীতিমতো আতঙ্ক নিয়ে আমরা এই নদী পারাপার করি । বহুবার প্রশাসনকে জানানো হয়েছে নদীর উপরে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি । নৌকা মাঝি মানিক সরকার অবশ্য এসবের মধ্যে কোন বিপদের আশংকা দেখছেন না । তিনি বলেন , দীর্ঘদিন ধরে আমরা এই ভাবেই নৌকা চালাচ্ছি কোনদিনও কোন বিপদ ঘটে নি । এ বিষয়ে বিষ্ণুপুরের এসডিও অনুপ কুমার দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ।