স্পোর্টস ডেস্ক , ১৭ আগস্ট:- স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরের সূত্র অনুযায়ী , বার্সেলোনা যদি নতুন ফুটবলার আনতে পারে , বোর্ডের পুর্ণগঠন এবং পছন্দমতো কোচ না আনতে পারে তাহলে ক্লাব ছাড়বেন মেসি । আগামী বছরের জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টিনিয় সুপারস্টার লিওনেল মেসির । তারপর আর বার্সেলোনায় থাকতে চান না তিনি। কয়েকদিন আগেই স্প্যানিশ মিডিয়ার এই খবরে আলোড়ন পড়ে যায় । ড্যামেজ কন্ট্রোলে নামে স্বয়ং বার্সা সভাপতি । তিনি বলেন মেসি বার্সেলোনা থেকেই অবসর নেবেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়্রানের কাছে লজ্জার হারের পর আর পরের মরশুম পর্যন্ত নাও অপেক্ষা করতে পারেন মেসি । ক্লাবের সঙ্গে দূরত্ব বাড়ছে।
যত দ্রুত সম্ভব বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি । স্পোপোর্তো ইন্টারেটিভো জানিয়েছে , এর আগে বহুবার মেসির ক্লাব ছাড়ার প্রসঙ্গ উঠলেও এবার বার্সা ছাড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ লিওনেল মেসি। নেইমারের বার্সেলোনা ছেড়ে যাওয়ার খবরও ওই সংবাদ মাধ্যম সূত্রেই জানা গিয়েছিল প্রথমে । গত কয়েকমাসে বিভিন্ন বিষয়ে ক্লাবের বার্সেলোনা বোর্ডের সঙ্গে দূরত্ব বেড়েছে মেসির । গ্রিজম্যানের সঙ্গেও নাকি ঠান্ডা লড়াই চলেছে এলএমটেনের। কোচ সেতিয়েনের স্ট্র্যাটেজিতে খুশি ছিলেন না বার্সার সেরা তারকা । সব মিলিয়ে নিজের প্রিয় ক্লাবে এখন আর খুশি নন মেসি । এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হার যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। মেসিকে কিনতে আগ্রহী ইন্টার মিলান এবং ম্যাঞ্চেস্টার সিটি।