কোচবিহার , ১৭ আগস্ট:- কোচবিহার সিএমওএইচ দপ্তরে সামনে অনশনে বসা মাল্টি পারপাস হেলথ ওয়ার্কসদের সাথে অনশন মঞ্চে দেখা করলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু । তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগা , কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতি রাভা রায় । বিষয়টি নিয়ে রাজ্যপালের সাথে দেখা করে বিষয়টা জানানোর পাশাপাশি বিধানসভায় তোলা হবে বলে জানায় বিজেপি নেতা সায়ন্তন বসু । গত 12 তারিখ থেকে বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এবং 5 দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলেন মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার । ইতিমধ্যেই কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন । কোচবিহার শহর আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে তাদের এই অনুষ্ঠান চলছে । আজ অনশনকারীদের সাথে দেখা করেন বিজেপি নেতা সায়ন্তন বসু । তিনি তাদের বিষয়টি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা বলার পাশাপাশি বিধানস ভায় বিষয়টাকে তোলা হবে বলেও জানান ।
Related Articles
বুলবুলির লড়াই দেখতে স্থানীয়রা আজও ভিড় জমান গোপীবল্লভপুরের ঠাকুরবাড়িতে
ঝাড়গ্রাম, ১৪ জানুয়ারি:- পৌষ সংক্রান্তি থেকে গ্রাম বাঙলার লৌকিক দেব দেবীর পুজো শুরু হয়ে যায় পুরো জঙ্গলমহল জুড়ে। এই পুজো কেন্দ্র করে বসে মেলা। ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। চলে দেদাদ কেনাকাটা। তবে অধুনা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ঠাকুরবাড়িতে এলাকার হাজার হাজার মানুষ ভীড় জমান বুলবুলি পাখির লড়াই দেখতে। দীর্ঘ কয়েক শতাব্দী প্রাচীন এই বুলবুলির লড়ায়ের জনপ্রিয়তা আজও […]
মৃতপ্রায় হনুমানকে উদ্ধার করে , তাকে সুস্থ করে তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে।
হুগলি, ২৩ আগস্ট:- মৃতপ্রায় অসুস্থ এক হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বনদপ্তর এ নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন শেওড়াফুলির বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ। এদিন সকালে এলাকার ১১ নম্বর ওয়ার্ডের ওয়াটার পাম্পের পাশে হনুমান টিকে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষরা ভাবে নিরীহ প্রাণীটি হয়তো মারা গেছে। খবর পৌঁছায় ১০ নম্বর ওয়ার্ডের পৌরসভার প্রশাসনিক মন্ডলের […]
গ্রামাঞ্চলকে প্লাস্টিক মুক্ত করতে শারদোৎসবকেই হাতিয়ার সরকারের।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- গ্রামাঞ্চলকে প্লাস্টিকমুক্ত করতে শারদোৎসবকে বেছে নিল পঞ্চায়েত দপ্তর। পাশাপাশি দর্শনার্থীরা যেন মাস্ক পরে মণ্ডপে ঢোকেন সে বিষয়েও নিশ্চিত করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সম্প্রতি সব জেলাশাসককে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে পুজো কমিটিগুলি যেন মণ্ডপ প্লাস্টিকমুক্ত করতে পদক্ষেপ নেয়। […]







