ঝাড়গ্রাম , ১৬ আগস্ট:- রবিবার ভোর রাত্রি তিনটে নাগাদ আচমকা একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে । এরপর পরপর ৬টি বাড়ি ভাঙচুর করে দাঁতাল হাতিটি তাণ্ডব চালায় । প্রায় এক ঘন্টা ধরে হাতিটি গ্রামজুড়ে তাণ্ডব চালায় । হাতি গ্রামে ঢুকে পড়েছে বলে জানতে পেরে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে ফটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলের দিকে তাড়ায়। তবে কোন প্রাণহানির ঘটনা না ঘটলে ও গ্রামবাসীরা আতংকে রয়েছেন । অল্পের জন্য হাতির হামলার হাত থেকে প্রাণে বাঁচলেন ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনি গ্রামের ৬০ বছর বয়সী মনিমালা মাহাতো ।
ভোররাতে গ্রামে হাতি ঢুকে তার বাড়ির জানালা ভেঙ্গে যখন মশারিতে টান দেয় তখন সে বুঝতে পারে কিছু একটা ঘটেছে তখনই ঘুম থেকে উঠে দেখে সামনে দাঁড়িয়ে একটি দাঁতাল হাতি তার বাড়ি ভাঙচুর করছে ।সে কোনোক্রমে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। তবে তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন । হাতি হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে বলে খবর পেয়ে রবিবার সকাল সাতটা নাগাদ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে যান বনদফতরের কর্মীরা। বন দফতরের কর্মীরা গ্রামে গেলে গ্রামবাসীরা তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় । তারা দ্রুত তাদের ভেঙে যাওয়া বাড়ি মেরামত করে দেওয়ার দাবি জানান । হাতি প্রতিদিন গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে তাতে তারা আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানান।