এই মুহূর্তে জেলা

করোনায় মৃত ব্যক্তিদের জন্য শ্মশানঘাট তৈরি হবে তুফানগঞ্জে, আতঙ্কে পথ অবরোধ স্থানীয়দের

কোচবিহার , ১৬ আগস্ট:- করোনা আক্রান্ত হয়ে মৃতদের জন্য শ্মশানঘাট তৈরি করা হবে খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাল । আজ সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে তুফানগঞ্জ- বলরামপুর রোডের দেওচরাই এলাকায় ওই অবরোধ হয় । ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ প্রশাসন এসে বাসিন্দাদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয় । তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে অবরোধে নামা সেখানকার বাসিন্দারা জানিয়েছেন ,দেওচরাই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে কালজানি নদীর পাশে ওই করোনায় আক্রান্ত হয়ে মৃতদের সৎকার করার জন্য শ্মশানঘাট বানানোর উদ্যোগ নেওয়া হয় । কিন্তু স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় স্কুল ,

খেলার মাঠ ও জনবসতি থাকায় শ্মশান তৈরিতে আপত্তি তোলে । সেখানকার বাসিন্দা বলেন , “আমরা প্রথমে আপত্তি জানিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথেও দেখা করেছি । কিন্তু ব্লক প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে আমাদের জানিয়ে দেওয়া হয়। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে হল । এরপরেও যদি শ্মশান করতে আসে , তাহলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে ।” এদিকে করোনা আক্রান্ত হয়ে মৃতদের সৎকার নিয়ে যাতে কোন সমস্যায় না পড়তে হয় , তাঁর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে গিয়ে এমন বাধার মুখে পরায় উদ্বিগ্ন প্রশাসনের কর্তারা। প্রশাসনের এক আধিকারিকের কথায় , “যারা এমন আন্দোলন করছেন ,তাঁরা বুঝতে পারছেন না , নিজের পরিবারের কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যেতে পারেন । এমন অসচেতনতা মেনে নেওয়া যায় না।”