হাওড়া,৩১ ডিসেম্বর:- গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার বালিতে। মঙ্গলবার সকালে বালির বারেন্দ্রপাড়া ঘাটে গঙ্গার ঘাটের চড়া থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম সুপর্ণা ঘোষ (৪৮)। বাড়ি স্থানীয় এলাকাতেই। পুলিশ জানিয়েছে, এদিন সকালে তিনি গঙ্গায় স্নান করতে বাড়ি থেকে বের হন। পরে ঘাটে দেহ ভেসে ওঠে। এটি জলে ডুবে মৃত্যু নাকি অন্য কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি। অনেক খোঁজাখুঁজির পর যখন গঙ্গায় ভাটা আসে তারপর তার দেহ চড়ায় ভাসতে দেখা যায়। ঘটনাস্থল আসে বালি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই মহিলা মানসিক রোগী ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।







