হাওড়া , ১১ আগস্ট:- কোভিড জয় করলেন আশি উত্তীর্ণা এক বৃদ্ধা । ২১ দিনের যমে মানুষের লড়াইয়ের পর অবশেষে কোভিড-১৯ কে হারিয়ে আজ ঘরে ফিরছেন বৃদ্ধা মিনতি চট্টোপাধ্যায় । মঙ্গলবার তিনি হাওড়ার বেসরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন । পরিবার সূত্রে জানা গেছে , ২১ দিন আগে বাড়িতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন । তাঁর গায়ে সামান্য জ্বরও ছিল । ওই অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নমুনা পরীক্ষার পর ধরা পড়ে তাঁর করোনা পজেটিভ ।
রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় । মাঝে অবস্থার অবনতিও হয় । ভেন্টিলেশনে রাখা হয় । কিন্তু সব বাধা পেরিয়ে আজ ২১ দিন পর বাড়ি ফিরছেন তিনি । হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে , এত বেশি বয়সে করোনা রোগীর চিকিৎসা করা আমাদের কাছেও ছিল একটা বড় চ্যালেঞ্জ । এই যুদ্ধে পাশে থাকার কারণে বেসরকারি হাসপাতালের সুপার ডাঃ অভ্র মুখোপাধ্যায় ও ডাঃ দীপক আগরওয়াল সহ নার্স ও স্বাস্থ্য কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন বৃদ্ধার পরিবার।