সোজাসাপটা ডেস্ক , ১১ আগস্ট:- সারা বিশ্বকে টেক্কা দিয়ে প্রথম করোনা ভ্যাকসিনে ছাড়পত্র রাশিয়ার । রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথা ঘোষণা করলেন আজ । প্রথম টিকা দেওয়া হয়েছে পুতিনের মেয়েকে । পরীক্ষার তৃতীয় ধাপে এখন গণহারে টিকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা চলবে । রাশিয়ার দাবি , এই টিকা এখনও সম্পূর্ণ কার্যকর এবং করোনা প্রতিরোধী বলেই দেখা গিয়েছে । গোটা দুনিয়ার দুই কোটি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর , সাড়ে সাত লাখ মানুষ মারা যাওয়ার পর এই মুহূর্তে এটি সবথেকে বড় স্বস্তির খবর।
ভিডিও বার্তায় পুতিন বলেছেন , পৃথিবীতে সবার আগে করোনার টিকা রাশিয়ায় আবিষ্কার করা হয়েছে । স্বাস্থ্যমন্ত্রী বলেছেন , টিকার জন্য নথিভুক্ত হওয়া স্বেচ্ছামূলক । উৎপাদনও চলবে পাশাপাশি । এই টিকা অক্টোবর থেকে গণহারে দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে । যৌথভাবে টিকা আবিষ্কার করেছে রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রক ও গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট । আঠেরোই জুন টিকা পরীক্ষা শুরু হয়েছিল । প্রতিটি পরীক্ষায় সফল হয়ে ত্রিশ জুলাই শেষ হয়েছে পরীক্ষা । যদিও এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা।