হুগলি,৩০ ডিসেম্বর:- উত্তরের হাওয়ার দাপটে টানা কয়েকদিন ধরে জাঁকিয়ে পড়েছে শীত। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা বাঙালীর। আর এই শীতের কথা মাথায় রেখে বস্ত্র বিপনীর দোকানদারেরা শীতবস্ত্র তোলা শুরু করে দিয়েছেন। উদ্দেশ্য শীতের পোষাক বিক্রি করে একটু লাভের মুখ দেখা। সেইমত চুঁচুড়ার প্রানকেন্দ্র ঘড়ির মোড় সংলগ্ন দোকান গুলি এখন শীতবস্ত্রে ঠাসা। সোয়েটার,
কার্ডিগান, মোজা, গ্লাভস, চাদর, জ্যাকেট প্রভৃতির পসরা সাজিয়ে বসেছে তাঁরা। স্থায়ী দোকানের পাশাপাশি চুঁচুড়ার ফুটপাথেও শীতের পসরা নিয়ে হাজির অস্থায়ী দোকানদারেরা। তবে শীত পড়লেও তাঁদের বাজার কিন্তু এখনও সেভাবে গরম হয়নি। ঘড়ির মোড়ের এক দোকানি মদন মিত্র বলেন দোকান তো ব্যাপক হারে বেড়েছে, তারউপর মাসের শেষ, মানুষের হাতে টাকা নেই দেখা যাক জানুয়ারিটা কেমন কাটে ? অন্যদিকে এক অস্থায়ী দোকানদার শরৎ হালদার বলেন যেটুকু বিক্রি হচ্ছে তা বেলার দিকেই সন্ধ্যা নামলে ঠান্ডায় আর সেভাবে কেউ বাইরে বেরোচ্ছে না। তাই সূর্য ডুবলেই বাজার ফাঁকা হয়ে যাচ্ছে।Related Articles
জাতীয় পতাকা উত্তোলিত হুগলি জেলাশাসক দপ্তরের সামনের মাঠে।
হুগলি,২৬ জানুয়ারি:- ঘড়ির কাটায় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলিত হুগলি জেলাশাসক দপ্তরের সামনের মাঠে। পতাকা উত্তোলন করলেন হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। সঙ্গে ছিলেন হুগলি পুলিশ সুপার (গ্রামীন) তথাগত বসু। পতাকা উত্তোলনের পরই গান স্যালুট জানানো হয় জেলাশাসককে। পুলিশি ব্যান্ডে বেজে ওঠে জনগনমন। গুরুগম্ভীর পরিবেশে তখন মাঠের পাশে দাঁড়িয়ে অগুন্তি ভারতীয়। এরপর বিভিন্ন সরকারী দপ্তর […]
চার রাজ্য থেকে বিমান পথে এরাজ্যে ঢুকতে চাইলে থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে বিমান পথে এ রাজ্যে কোনও যাত্রী ঢুকতে চাইলে, সঙ্গে থাকতে হবে আরটিপিসিআর–এ করা করোনা নেগেটিভ রিপোর্ট। এ রাজ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে কার্যকরী হবে। বুধবার কেন্দ্রে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস […]
অপসংস্কৃতির বিরুদ্ধে যোগ্য জবাব বনশ্রী কালাকুঞ্জের বসন্ত উৎসবে।
প্রদীপ সাঁতরা, ১৭ মার্চ :- রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব বহিরাগতদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা কিরেছিলো কিছু (!!!) লোক I সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন সুভাষ গ্রামের আপাদমস্তক সাংস্কৃতিক কর্মী বনশ্রী কলাকুঞ্জের কর্ণধার শ্রী ভৃগুরাম হালদার l প্রায় ৩০০ নৃত্য শিল্পী অংশ গ্রহণ করেন l নৃত্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন সমস্ত শিল্পী অভিভাবক সহ […]