এই মুহূর্তে জেলা

তিন নং রুটের বাস বাঁচাতে এগিয়ে এলো নবীন প্রজন্ম।

 

হুগলি,২৯ ডিসেম্বর:- একটা সময় ছিল শ্রীরামপুর ও বাগবাজার রুটের মানুষের একমাত্র ভরসা ৩ নং বাস। কিন্ত সময়ের কালে আজ সেই তিন নম্বর বাত অবলুপ্তির দিকে। জি টি রোডে চলা এই বাস আজ অটোও টোটোর দাপটে ক্লান্ত হয়ে শেষ নিস্বাস নিচ্ছে। তাই ১৯২৮ সাল থেকে চলা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে শ্রীরামপুর মাই লাভ ও কলকাতা-বাস ও পিডিয়ার যৌথ উদ্যোগে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন তিন নং এর পুরোনো বাস স্টেন্ডে বাস বাঁচায়ো আন্দলনে নামলো তারা।এলাকয় তারা বিভিন্ন পোস্টার নিয়ে পদযাত্রা করলো। এবং বাস বাঁচাও সই সংগ্রহ করলো। এদিন এরা ছাড়াও এই বাসের চলাচলের সাথে যুক্ত ছিল এমন কিছু কর্মীরাও অংশ নেয়।উদ্যোক্তার জানান আমরা চাই ফের মাথা উচু করে জি টি বরাবর এই তিন নং বাস চলুক। এই বাসের এক কর্মী জানান সে সময় অনেক ভালো ছিলাম এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ আমরাও চাই আবার স্ব মহিমায় চলুক এই ঐতিহ্যবাহি বাস।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.