হুগলি , ৩০ জুলাই:- করোনা সংক্রমণ ব্যাপক বেড়েছে কোন্নগরের কানাইপুর পঞ্চায়েত এলাকায় ও নবগ্রাম পঞ্চায়েত এলাকায় । এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল থেকে কানাইপুরে কিছুক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার জানালেন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব । অপরদিকে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার জানান নবগ্রামের কিছু এলাকা কন্টেইনমেন্ট জোন হওয়ায় সেই এলাকায় লক ডাউন কার্যকর করা হবে । এদিন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন এই মুহূর্তে কানাইপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন মানুষ।তাই জেলা প্রশাসনের কাছে সম্পূর্ণ লক ডাউন চেয়ে চিঠি দেওয়া হয়েছিল ।
জেলা প্রশাসন প্রায় সমগ্র কানাইপুরকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে সংক্রমণ রুখতে তাই সেই নির্দেশ মতো আগামী কাল শুক্রবার থেকে প্রথমে ৭ দিন আবার পরে ৭ দিন কিছুক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন কার্যকর করা হবে । সাধারণ মানুষকে বিনা কারণে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে । অপরদিকে নবগ্রাম পঞ্চায়েত উপ প্রধান গৌর মজুমদার বলেন তাদের পঞ্চায়েত এলাকায় ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।তাই পঞ্চায়েতের সি ব্লক এলাকা ও বেনেপুকুর এলাকা কন্টেইনমেন্ট জোনের আওতায় আসায় কাল থেকে লক ডাউন কার্যকর করা হবে । এদিন নবগ্রামের করোনা জয়ীদের বাড়িতে ফলের বাকেট শুভেচ্ছা বার্তা হিসাবে পাঠানো হয় নবগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।