বাঁকুড়া , ৩০ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সাথে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির থানা একচালা গ্রামের ঘটনা। অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে । অভিযুক্ত প্রেমিকের নাম লক্ষণ বাউরি । ঐ নাবালিকা প্রেমিকার অভিযোগ গত এক বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে প্রেম ও নিয়মিত সহবাস করেন প্রেমিক লক্ষণ বাউরি।
অভিযোগ প্রেমিকা যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে উঠলে প্রেমিকাকে বিয়ে করতে টালবাহানা শুরু করে প্রেমিক লক্ষণ। এর পর কিছুদিন আগে অন্য এক মহিলাকে প্রেমিক বিয়ে করে। প্রেমিকা ও তার পরিবার লক্ষণকে বিয়ের চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করে লক্ষণ। এরপরই আজ সকালে নির্যাতিতা মহিলা ও তার পরিবারের সদস্যরা গঙ্গাজলঘাটি থানায় লক্ষণের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। ভারতীয় সংবিধানের 2012 র অনুযায়ী শিশুর যৌন সুরক্ষা আইনে (SECTION 4/6 OF POCSO ACT 2012) মামলা শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্ত।