স্পোর্টস ডেস্ক , ২৬ জুলাই:- আন্তর্জাতিক ক্রিকেটে বল গড়ালেও ভারত কবে ম্যাচ খেলবে জানা নেই। আমিরশাহীতে আইপিএল দিয়েই হয়ত কোভিড পরবর্তী ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট-ধোনিরা। তার আগে ক্রিকেট পাঠশালায় তরুণদের শিক্ষা দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত মাহি। করোনা মহামারীর সময়টায় ক্রিকেট থেকে দূরে থেকেও যেন ক্রিকেটে মন পরে ধোনির। দেশে লকডাউন শুরুর প্রথম দিন থেকেই রাঁচির ফার্মহাউসে রয়েছেন ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক সেখানে স্ত্রী মেয়ে ও পরিবারকে নিয়ে রয়েছেন। আর রাঁচির এই ফার্ম হাউস থেকে অনলাইনে ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা রয়েছে ধোনির।এই মুহূর্তে দোহা, দুবাই, সিঙ্গাপুরের পাশাপাশি ভারতের উত্তরপ্রদেশের চারটি ও রাজস্থানের দুই জায়গায় ধোনির ক্রিকেট অ্যাকাডেমির কাজ চলছে।
এবার জানা গিয়েছে ধোনি টি-২০ ব্যাটসম্যানদের উপর জোর দিচ্ছেন। সহজাতভাবে যারা চালিয়ে খেলতে পছন্দ করেন ধোনি তাঁদের অনলাইনে আলাদা করে নির্দেশ দিতে চলেছেন।আরও জানা গিয়েছে, তরুণ ক্রিকেটারদের মধ্যে হেলিকপ্টার শট ছড়িয়ে দিতে চান ধোনি। ব্যাটিংয়ে তিনিই প্রথম অভিনব হেলিকপ্টার শটের আবিষ্কার করেছিলেন। রাঁচির ক্রিকেট জীবনে ধোনি এক বন্ধুর থেকে নাকি এই হেলিকপ্টার শট শিখেছিলেন। বোলারের মাপা ইয়র্কারও পা সরিয়ে ব্যাটের সুইংয়ে মাঠের বাইরে ফেলা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে ধোনিই প্রথম তা দেখিয়েছিলেন। এবার নিজের অ্যাকাডেমিতে ধোনি এবার তরুণ ক্রিকেটারদের হেলিকপ্টার শট শেখাতে চলেছেন।