নদীয়া, ২৪ জুলাই:- একটি হনুমানকে নিজের বাড়ি থেকে গুলি করে মেরে ফেলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, শনিবার সকালে নদীয়া শান্তিপুর থানার বাইগাছি পাড়ার বাসিন্দা অজয় দাস তার একটি এয়ারগান দিয়ে হনুমান কে লক্ষ্য করে গুলি চালায়। আর সেই গুলিতেই হনুমানের মৃত্যু হয় বলে অভিযোগ প্রতিবেশীদের। প্রতিবেশীদের দাবি অভিযুক্ত অজয় দাস দীর্ঘদিন ধরেই ওই ইয়ারগানটি ব্যবহার করে। তাদের অভিযোগ, প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনতে পাই।
তারপরই দেখে হনুমানটি ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এবং নদীয়ার বড় কর্তা। তারা এসে হনুমানটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যদিও গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত অজয় দাস। তার দাবি সেই গুলি হনুমানের গায়ে লাগেনি। প্রতিবেশীদের তোলা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। তবে মৃত হনুমান টির ময়নাতদন্তের পর সঠিক মৃত্যুর কারণ বোঝা যাবে। যদি হনুমানটি গুলিতে মৃত্যু হয়ে থাকে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে বনদপ্তর এর তরফ থেকে।