এই মুহূর্তে জেলা

হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনে লকডাউনের মধ‍্যেই স্কুল খুলে চলল মাধ‍্যমিকের রেজাল্ট দেওয়া‌।

হুগলি , ২৩ জুলাই:- করোনা ভাইরাসের নতুন করে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। আজ ২৩ ও আগামী শনিবার ২৫ জুলাই লকডাউন ঘোষনা করেছে সরকার। কিন্তু ২৩ তারিখ মাধ‍্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেনীতে ভর্তির ফর্ম দেবার কথা থাকলে তার দিনক্ষন বদলে ২২ ও ২৪ জুলাই রেজাল্ট বিতরন করার নতুন নির্দেশিকা দিয়েছে মধ‍্যশিক্ষা দফতর। কিন্তু তা সত্বেও লকডাউন উপেক্ষা করে দেওয়া হল মাধ‍্যমিকের রেজাল্ট এবং একাদশ শ্রেনীতে ভর্তির ফর্ম । যেহেতু স্কুল থেকে মার্কশিট ও রেজাল্ট বিতরন করা হচ্ছে , তাই লকডাউন সত্বেও অভিভাবকরা স্কুলে উপস্থিত হলেন । অভিভাবকরা নিয়ে গেলেন রেজাল্ট আবার অনেকে নিলেন একাদশ শ্রেনীতে ভর্তির ফর্ম ।

হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুদীপ মুখার্জী অবশ‍্য প্রথমে বলেন , কোন রেজাল্ট বা ফর্ম দেওয়া হয়নি । কয়েকজন এসেছিল। আগামী কাল দেওয়া হবে , তার প্রস্তুতি চলছে । কিন্তু পরে বলেন ফর্ম দেওয়া হলেও জানা নেই , আমিতো অফিসে ছিলাম। গ্রুপ সি র কর্মীরা দিয়ে থাকতে পারে। মনে হয় কাউকে দেয় নি। হুগলী জেলার DI নজরুল হাকি সেপাই জানান (ফোন মারফত ) ,মধ‍্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী লকডাউনের জন‍্য রেজাল্ট বিতরনের দিন আজকের বদলে কালকে দেবার কথা বলা হয়েছে। সেই অনুযায়ী আমরা নির্দেশিকা দিয়েছি যে , ২৩ তারিখ কমপ্লিট লকডাউন , তাই রেজাল্ট দেওয়া যাবে না । আজকে স্কুল খোলা রাখা উচিত নয় । গুরুদয়াল ইনস্টিটিউশনে কি হয়েছে বিষয়টা খোঁজ নিচ্ছি‌ ।