জেলা এই মুহূর্তে

এ,টি,এম কাউন্টারে করোনা ! বাড়ছে উদ্বেগ।


A, T, Mহুগলি , ২০ জুলাই:- জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সিংহভাগ এটিএম প্রহরি বিহীন । সেই সমস্ত এটিএম গুলি নিত্য ব্যবহার করছে। কিন্তু এটিএম কাউন্টারগুলি কোন ভাবেই স্যানিটাইজ করা হচ্ছে না। এছারা সেগুলির উপড়ে নজরদারি না থাকায় এটিএম কাউন্টার থেকে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। এই দাবি কে সামনে রেখে হুগলি জেলাশাসক কে চিঠি দিল নাগরিক সংগঠন অলবেঙ্গল সিটিজেন ফোরাম । ওই চিঠিতে সংঠনের দাবি জেলায় শতাধিক এটিএম কাউন্টার রয়েছে । বিভিন্ন সময়ে সব ধরনের মানুষ বিভিন্ন এটিএম থেকে টাকা তুলছেন । সেখানে দেখার কেউ নেই।কাউন্টার গুলিতে একই মেশিন একাধিক ব্যাক্তি নানা সময়ে ব্যবহার করছে।শুধু তাই নয় এটিএম কাউন্টারের দরজার হাতল হাত দিয়ে ধরছে।

এর থেকেই বড় আকারে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থাকছে। সেই কারণে পুরসভা ও পঞ্চায়েত এলাকায় যে সমস্ত এটিএম কাউন্টার রয়েছে সেগুলি নিয়মিত স্যানিটাইজ করার আবেদন জানানো হয় জেলাশাসকের কাছে। নাগরিক সংগঠনের দাবি বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক গুলি ব্যবসা করছে।ব্যবসা বৃদ্ধির কারণেই একের পর এটিএম কাউন্টার গ্রাম শহরে খোলা হচ্ছে। সেই জন্য করোনা মহামারীর সময়ে ব্যাঙ্ক গুলিকে ও গ্রাহকদের পরিষেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সন্মত নিরাপত্তা দেওয়া উচিৎ । কোন্নগরের নবগ্রামের বাসিন্দা ঞ্জানচন্দ্র কর্মকার । সেখানে করোনা সঙ্গক্রমণের কারনে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ ছিল । যেকারণে তাঁকে অন্যত্র এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে হয়। তিনি বলেন , এটিএম কাউন্টার গুলিতে অনেকদিন ধরেই নিরাপত্তা রক্ষী নেই। কিন্তু কাউন্টার গুলির