সুদীপ দাস , ১৯ জুলাই:- শুধু তৃণমূলকে দোষারোপ করে লাভ নেই, সমস্ত দলকেই সংযত হতে হবে। এটা রাজনীতির সময় নয়, অতিমারি ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। আজ চুঁচুড়ায় এসে একথাই বললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য্য। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “সামিয়ানা” প্রকল্পে রাজ্যজুড়ে ১ লক্ষ চারা গাছ রোপনের কর্মসূচি নেওয়া হয়েছে। আজ এই কর্মসূচি আয়োজিত হয় হুগলি-চুঁচুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। চুঁচুড়া বঙ্কিমভাবনস্থিত জোড়া ঘাটে এই কর্মসূচিতে উপস্থিত হন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার,
করবী মান্না সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। এদিন প্রথমে সাহিত্য সম্রাটের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এদিন তিনি বলেন এই প্রকল্পে গোটা রাজ্য জুড়ে মোট ১লক্ষ বৃক্ষ রোপন করা হবে। পাশাপাশি করোনা প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য রাজ্য কোভিড আক্রান্তদের জন্য হাসপাতালে আরও ৪০০০ বেডের ব্যাবস্থা করছে। রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে তবে করোনা রুখতে সাধারন মানুষকে আরও সচেতন হতে হবে। এদিকে অতিমারীর সময়ে রাজনৈতিক দলগুলির জমায়েত হয়ে কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা দেবী বলেন শুধু তৃণমূলের দোষ দেখে লাভ নেই, এটা রাজনীতির সময় নয়। প্রত্যেক দলকেই এবিষয়ে সচেতন হতে হবে।