এই মুহূর্তে খেলাধুলা

৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিকে গোল করে আপ্লুত সিআর সেভেন ।

স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- প্রায় দুবছরের সময়কালে ৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিক থেকে গোল পেলেন রোনাল্ডো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্তাস জার্সিতে প্রায় দুবছরের সময়ে এই প্রথম ফ্রি-কিকে সরাসরি গোল করলেন সি আর সেভেন। শনিবার রাতের ম্যাচে তুরিন ডার্বিতে তোরিনোর বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করেন রোনাল্ডো। ২০১৯ সালে ইতালির তুরিনের ক্লাব জুভেন্তাসে যোগ দেন তিনি। কেরিয়ারে ফ্রি-কিক দক্ষতার জন্য যে রোনাল্ডোর সুনাম রয়েছে, তিনিই জুভেন্তাসের জার্সিতে প্রায় দুবছরে খেলে ফেললেও ফ্রি-কিকে গোল পাননি। ৪২ বারের চেষ্টার পর শনিবার ৪৩তম চেষ্টায় সেই কাজটাই করে দেখালেন। ফ্রি-কিকে গোল করে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো। স্কাই স্পোর্টসে দেওয়া প্রতিক্রিয়ায় ক্রিশ্চিয়ানো বলেছেন, ফ্রি-কিকে এই গোল পাওয়া আমাদের আত্মবিশ্বাসী করে তুলল। শনিবার গোল করার পর রোনাল্ডোর পাশে ফ্রি-কিকে গোল করার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫। সেখানে লিওনেল মেসির ৫২টি ফ্রি-কিক গোল রয়েছে।