হাওড়া,২৪ ডিসেম্বর:- মঙ্গলবার ভোররাতে হাওড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় রাস্তার ধারের বেশ কয়েকটি দোকান ঘর। দমকল সূত্রের খবর, পিলখানার রোজ মেরি লেনের কাছে জি টি রোডের ধারে প্রায় ৯টি দোকান এদিন আগুনে পুড়ে যায়। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। ভোর ৪-২০ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। ঘন্টা দুয়েকের চেষ্টায় সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন আয়ত্বে আসে। আগুন লাগার খবর পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন বাইরে বেরিয়ে পড়েন। আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পরে দমকল এসে আগুন নেভায়। তবে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।






