হাওড়া,২৩ ডিসেম্বর:- মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী। পুলিশের চাপে নিজেদের ফোন থেকে বাকি অপহরণকারীদের ফোন করে মুক্তিপণ পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিল ধৃতেরা। মুক্তি পেলেন অপহৃত চিকিৎসক। সোমবার এমন চাঞ্চল্যকর ঘটনার স্বাক্ষী রইল হাওড়ার রামরাজাতলা। হাওড়ার রামচরণ শেঠ রোডে একটি বেসরকারী ক্লিনিকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক অন্যান্য সপ্তাহের মতোই আমতায় তাঁর সাপ্তাহিক চেম্বারের পথে যাওয়ার সময় সকাল সোয়া ১০টা নাগাদ অপহৃত হন। ওই চিকিৎসক জানান, তাঁর চেম্বারের কিছুটা আগে দুটি মটর সাইকেলে করে ফুল মাস্ক হেলমেট পড়া চার যুবক তাঁর গাড়ি থামাতে বাধ্য করে।
এর পরে চার যুবক তাঁর গাড়িতে উঠে আসে এবং মাথায় আগ্নেয়াস্ত্রে ঠেকিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করে। তাদের দাবি পুরণ করার জন্য চিকিৎসককে তাঁর বাড়িতে ফোন করতে বলে। তাঁরা ওই গাড়ি সমেত চিকিৎসককে আমতা স্টেশনের কাছে একটি অজানা রাস্তায় নিয়ে যায়। সেখানে মুক্তিপণ নিয়ে তাঁর সঙ্গে দরাদরি শুরু করে অপহরণকারিরা। শেষ পর্যন্ত ২০ লক্ষ টাকায় রফা হয়। টাকা নিতে দুই অপহরণকারী ওই চিকিৎসকের বাড়ি সামনে পৌছে যান। ইতিমধ্যে অই চিকিৎসকের অপহরণের খবর ছড়িয়ে পড়ে। অপরিচিত দুই যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। তাঁরা চ্যাটার্জীহাট থানায় খবর দিলে পুলিশক এসে তাদের আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত সুমন ওরফে সংগ্রাম দাস এবং জীৎ গড়াই জানায়, তাঁরা মুক্তিপণের টাকাই নিতে এসেছেন। পুলিশ চিকিৎসকের মোবাইল লোকেশন ট্র্যাক করে সেই উদ্দেশ্যে রওনা হওয়ার পাশাপাশি ধৃত সুমনকে দিয়ে বাকি অপহরণকারীদের টাকা পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিতে বাধ্য করে। সেই খবর পেয়ে বেলা সাড়ে ১২টা মাগাদ আমতা স্টেশন রোডের ‘মান্নাত রেন্ট কার’ দোকানের সামনে ওই চিকিৎসককে ছেড়ে দেন অপহরণকারীরা। বাড়ি ফিরে চিকিৎসক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।Related Articles
শেওড়াফুলিতে দুয়ারে রান্নাঘর কর্মসূচির উদ্বোধন করলেন কল্যাণ বন্দোপাধ্যায়।
হুগলি , ৩০ মে:- রবিবার দুপুরে শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে সুবীর ঘোষের উদ্যোগে সূচনা হলো দুয়ারে রান্নাঘর কমসূচি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করলেন। শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন এই করোনা আবহে মানুষ আজ দিশেহারা তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে দুয়ারে রান্নাঘর প্রকল্পের কাজ শুরু করলাম। আমাদের প্রিয় […]
আগামিকাল বাঁশবেড়িয়ার এক টুকরো অযোধ্যায় ৫১ হাজার লাড্ডু বিলি
হুগলি, ২১ জানুয়ারি:- আগামিকাল বাঁশবেড়িয়ার ‘এক টুকরো অযোধ্যায়’ ৫১ হাজার লাড্ডু বিলি হবে। রামমন্দির উদ্বোধনের মুহূর্তকে চির স্মরণীয় করে রাখতে এমনই উদ্যোগ নিয়েছে বাঁশবেড়িয়া কলবাজার এলাকার বাসিন্দারা। সেখানেই রয়েছে ৫০ বছরের পুরনো হনুমান মনস্কামনা সিদ্ধ মন্দির। বছর কয়েক আগে সেখানে রাম মন্দিরও তৈরি হয়েছে। ওই মন্দিরেই শনিবার থেকে শুরু হয়েছে লাড্ডু তৈরির বিশাল আয়োজন। পুরুষ […]
প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ – মুখ্যমন্ত্রী।
কলকাতা ,১৯ মার্চ :- এত শর্ট টাইম এর মধ্যে সবাইকে আসতে হয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’। বেসরকারি হাসপাতালে দিকটা আমাদের ভাবতে হবে কারণ আপনারা অনেক মানুষকে ট্রিটমেন্ট দেন। গভঃ সেক্টর ও প্রাইভেট সেক্টর আমরা একসঙ্গে কাজ করব। আইসিএমআর একটা গাইডলাইন দেবে আপনারা একটু প্রস্তুত থাকবেন সেই গাইডলাইন […]