এই মুহূর্তে জেলা

হাওড়ায় রামকৃষ্ণপুর ফেরিঘাটের নিরাপত্তা সরোজমিন করলেন সিটি পুলিশের কর্তারা।

হাওড়া , ৩ জুলাই:- করোনা পরিস্থিতিতে আনলক-২ এ হাওড়ার লঞ্চঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার হাওড়ার রামকৃষ্ণপুর ফেরিঘাট ঘুরে দেখেন সিটি পুলিশের আধিকারিকরা। এখন আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শহর। ওয়ার্ক ফ্রম হোমের পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। মানুষ আবার পথে নামছেন। এই অবস্থায় দাঁড়িয়ে গণ পরিবহন ব্যাবহৃত হচ্ছে। এদিন হাওড়া সিটি পুলিশের দুই পদস্থ আধিকারিক ওই ঘাটের যাত্রী নিরাপত্তার বিষয়টি সরোজমিন করেন। তাঁরা ওই ফেরিঘাটে যাত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা জলসাথী কর্মীদের সঙ্গেও কথা বলেন। এছাড়া ফেরি সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, আমফানের জেরে রামকৃষ্ণপুর ঘাটের জেটির পন্টুন কি অবস্থায় আছে সেই বিষয়েও এদিন খোঁজখবর নেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও জলসাথী কর্মীদের কাছে লাইফ জ্যাকেটের বিষয়েও জানতে চাওয়া হয়।