এই মুহূর্তে খেলাধুলা

 চলে গেলেন তিন ডব্লিউয়ের শেষ নক্ষত্র এভার্টন।


স্পোর্টস ডেস্ক, ২ জুলাই:- না ফেরার দেশে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার এভার্টন উইকস। বার্বাডোসের ক্রিকেট কিংবদন্তিদের মধ্যে এতদিন তিনি সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার ছিলেন। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যান্টিগাতে নিজের শহরেই কিংবদন্তি ক্রিকেটারের জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। নিজের সময়ে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তিন ডব্লিউয়ের মধ্যে একজন ছিলেন তিনি। তিন ডব্লিউয়ের মধ্যে তিনি শেষ জীবিত সদস্য ছিলেন। গত বছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এভার্টন উইকস শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই কিংবদন্তি উইকস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্রিকেটদুনিয়া শাসন করেছিলেন। উইকস ছাড়া তিন ডব্লিউয়ের মধ্যে ক্লায়েড ওয়ালকট এবং ফ্রাঙ্ক ওরেল আগেই চলে গিয়েছিলেন। এবার ক্রিকেট জগতের তিন ডব্লিউয়ের শেষ নক্ষত্রে চলে গেলেন। ক্যারিবিয়ান কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটমহল।