হুগলি, ৩০ ডিসেম্বর:- ভারতের প্রধান এবং পবিত্র নদী গঙ্গাকে স্বচ্ছ রাখতে স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা, এবং জেলা গঙ্গা কমিটির উদ্যোগে এবং রিষড়া পুরসভার ব্যবস্থাপনায় গঙ্গা কে স্বচ্ছ রাখার বার্তা দিয়ে মানুষকে গঙ্গার ঘাট গুলিকে পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে পুরসভার উদ্যোগে এক মাসব্যাপী এক কর্মসূচি পালন করা হলো। এই বিষয় বলতে গিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুনিতী কুমার গুছাইত জানালেন ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা আমাদের দেশের বিভিন্ন স্থান দিয়ে প্রবাহিত হয়ে সাগরে মিশেছে, এই গঙ্গার দুহারের হাজার হাজার জনপদ কৃষি ক্ষেত্র শিল্প ক্ষেত্র গড়ে উঠেছে গঙ্গা, আমাদের মাতৃসহ সেই পবিত্র গঙ্গা কে রক্ষা করার গুরু দায়িত্ব ভারতবর্ষের কোটি কোটি আপামর জনতার।
সেই লক্ষ্যে আমাদের রিষড়া পৌরসভার পক্ষ থেকে এক নিবিড় সচেতনতার কর্মসূচির আয়োজন করা হয়েছিল, গঙ্গাকে রক্ষা করা যায় তার বার্তা দিতে স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে আমরা পোস্টার ব্যানার নিয়ে সচেতনতার বার্তা পৌছে দিয়েছি মানুষের কাছে, তার সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাট গুলি যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে গঙ্গার জল যাতে স্বচ্ছ থাকে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় পথ নাটিকা করেছি সেই পথ নাটিকার মাধ্যমেও ক্লিন গঙ্গার বার্তা আমরা মানুষকে দিয়েছি। এছাড়াও পোস্টার ব্যানার দেওয়াল লিখন এর মাধ্যমে রিষড়া শহরের গঙ্গার তীরেবর্তী ঘাট গুলিতে মানুষকে সচেতন করেছি যাতে সবাই গঙ্গার স্বচ্ছতা এবং পবিত্রতা রক্ষার জন্য এগিয়ে আসেন।









