হুগলি, ২০ ফেব্রুয়ারি:- বকেয়া ডিএ র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে কর্মবিরতি পালন করল পান্ডুয়ার মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা। আজ সোমবার সপ্তাহে প্রথম দিন স্কুলে ছাত্রছাত্রী ভর্তি থাকলো সারাদিন বন্ধ থাকলো বিদ্যালয়ে পঠন পাঠন। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে বকেয়া মেটানোর এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে আন্দোলন জোরদার। পূর্ব ঘোষিত অনুযায়ী আজ কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি পূর্ণ কর্ম বিরতির ডাক দিয়েছে তারা।
সেইমতো সোমবার সকাল সারে দশটা থেকে পান্ডুয়ার বিবেকানন্দ নগর মুজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা কর্মবিরোতি পালন করলো। সপ্তাহের প্রথম দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসলে সারাদিন বন্ধ রইলো পটন-পাঠন। আগামীকালও তারা কর্মবিরতি পালন করবে বলে জানান। এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের এক শিক্ষক অমল দাস জানান শান্তিপূর্ণভাবে কর্ম কর্ম বিরতি পালন করলেও আজ এবং কাল দুদিনে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাওয়ানো হবে। দুদিনের এই পঠন পাঠনের ঘাটতি মিটিয়ে দেওয়া হবে আগামী দিনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে।