এই মুহূর্তে জেলা

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নবগ্রামের জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ বিশ্বাস।

হুগলি, ২৮ নভেম্বর:- আজ সকাল বেলা হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন নবগ্রাম অঞ্চল তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পার্থ বিশ্বাস (গ্যারা দা)। ওনার এই অকাল প্রয়াণে শোকের ছায়া এলাকায়। পার্থ বিশ্বাসের অকাল প্রয়াণে জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ বলেন, পার্থ দীর্ঘদিনের পুরোনো তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল। আর খুবই ভালো সংগঠক ছিল।

দলের বিভিন্ন কর্মসূচিতে খুবই সক্রিয় থাকতো সব সময়। তার এত কম বয়সে হঠাৎ মৃত্যু সত্যি মেনে নেওয়া যায়না। তার পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা রইলো। এদিন পার্থ বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে দল মত নির্বিশেষে মানুষ আসেন শেষ শ্রদ্ধা জানাতে। সেখানে সিপিএম বিজেপি সমস্ত দলের নেতা কর্মীদের দেখা যায়। সকলেই জানান পার্থ খুবই ভালো মানুষ ছিলেন।তার এভাবে অকালে চলে যাওয়া খুবই দুঃখের।