হুগলি, ১৮ নভেম্বর:- অনেক নতুন সরকারি হাসপাতাল গড়ে উঠেছে, কিন্তু চালু হাসপাতাল বন্ধ হয়ে গেলেও তার খোলার কোনো সম্ভাবনা সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। প্রায় চার বছর হয়ে গেছে চাপদানির টিবি হাসপাতাল বন্ধ রয়েছে। ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। পাশে রয়েছে ইএসআই হাসপাতাল যেখানে সব সময় ভিড় করে আছে অসুস্থ শ্রমিকরা। আর চন্দননগর থেকে হাসপাতাল অনেকটা দূরে। টিবি হাসপাতাল বন্ধ হয়ে গেলেও সেটা মেক আপ করতে পারে নতুন হাসপাতাল। এর জন্য চাঁপদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র সাধারণ মানুষের দিকে তাকিয়ে অনেক চেষ্টা করছে টিবি হাসপাতাল এর জায়গায় চিকিৎসা পরিষেবা দিতে সরকার এগিয়ে আসুক। ইতিমধ্যে অনেক কিছু চুরি হয়ে গেছে। তাই আর দেরি নয় নতুন হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নিক রাজ্য সরকার।







