হুগলি, ২০ সেপ্টেম্বর:- সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বলেন, একমাত্র সিপিএম গর্বের সঙ্গে এটা বলতে পারে বাদবাকি সবাই ভারাটে নিয়ে আসে। আজকে যে নবীনরা এখানে এসেছে তারা কেউ দল বদল করে আসেনি। তারা আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসেছেন। যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না। গনতন্ত্রের কথা বলতে দেওয়া হচ্ছে না তখন আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে এই তাজা রক্তরা উঠে এসেছে। বিজেপি আর তৃনমূলে যা আছে সব পচা আর বাসি মাল। সীতারাম বুদ্ধদেবরা যা করেছিলেন সেই ধারা আমরা বজায় রেখেছি। এরকম পঁশিশ জনকে নিয়ে কর্মসূচী করতে পারি। আমরা বক্তৃতা মালা না করে বক্তৃতা গুচ্ছ করেছি। তাদের শিক্ষা তাদের কাজের দাবীতে তো লড়াই। তারা যে সময়ে নেতা হলেন আশির দশকের গোড়ায় কেন্দ্রীয় কমিটিতে গেলেন। সেই সময়টাকে ধরতে চেয়েছি। ১০০ জন এরকম যারা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন তাদের দশ শতাংশ কে নিয়ে আমরা আজকে এই কর্মসূচি করলাম।।
সমস্ত জিনিসের উপর আঘাত আসছে। তাই আমরা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরী হোক যেখানে জাত পাত ধর্ম বর্ণের নামে একে অপরকে শোষণ করবে না এবং সাম্রাজ্যবাদ বিরোধী এটা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এবং সবার সমান অধিকার থাকবে। এটার জন্যই আমরা লড়াই করছি। তারমধ্যে ২৬ শে নির্বাচন আসবে। নির্বাচনে কি হয়, বিজেপি তৃনমূলের মত দল বিদেশি এজেন্সি ব্যবহার করছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে নির্বাচনকে লুট করছে লুট করছে। গণতন্ত্রকে যদি শেষ করে।এখানে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠার জন্য জোরদার লড়াই হবে। আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চুরি হয়েছে। ভোটার লিস্ট থেকে ভোট কেন্দ্র থেকে ভোট গননায়। পঞ্চায়েত পুরসভায় হয়েছে।বিধানসভা লোকসভায় হয়েছে। এখন যখন তথ্য দিয়ে বলা হচ্ছে তখন তো চোরের গায়ে লাগবেই। ইজরায়েলি কোম্পানীকে লাগানো হচ্ছে।