হুগলি, ৪ সেপ্টেম্বর:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লী রোডে আজ দুপুরে ডিউটি করছিলেন চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মি। একটি চারচাকা গাড়ি কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় প্রচন্ড গতিতে ওই ট্রাফিক কর্মিকে উড়িয়ে দিয়ে চলে যায়। আহত ট্রাফিক কর্মিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তায় গার্ডরেল রয়েছে। সেখানে হাত দেখিয়ে গাড়ি থামাতে চাইছেন ট্রাফিক কর্মি। তখন গাড়িটি না দাঁড়িয়ে তাকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। চন্দননগর পুলিশের এডিসিপি ট্রাফিক দেবাশিষ সরকার জানিয়েছেন, ট্রাফিক কর্মিকে ধাক্কা মেরে গাড়িটি চলে যায়। গাড়ির খোঁজে তল্লাসী চলছে।আহত ট্রাফিকের চিকিৎসা চলছে।