এই মুহূর্তে জেলা

প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দিতে, পথেই আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা।

হুগলি, ২৮ আগস্ট:- ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দিতে আসার পথের আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের সামর্থকরা। বারুইপুর হাওড়া লোকালে হামলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আক্রান্ত ডানকুনি পুরসভার ১১ নাম্বার ওয়ার্ডের পুত্র তথা ছাত্র পরিষদের ওয়ার্ড সভাপতি অর্ণব রায় ও ২১ ওয়ার্ডের ছাত্রনেতা সিদ্ধার্থ রায়। হাওড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসর পর কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লিলুয়া স্টেশনে হামলার বলে দাবি আহতদের। তৃণমূলের স্লোগান দেওয়ায় হামলার অভিযোগ।

ডানকুনি পুরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার শুভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এদিন তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই কারনে আমরা মেয়ো রোডের উদ্দেশ্যে যাচ্ছি। সকাল ১১-১০ মিনিট নাগাদ বারুইপুর লোকালে হাওড়া আসছিলাম। কিন্তু লিলুয়া স্টেশন ঢোকার মুখে ১জন অতর্কিতে একজন আক্রমণ করে কর্মীদেরকে। আঘাত করে এবং দ্রুত সেখান থেকে পালায়। তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারিনি হামলায় জখম হন ২জন। অনুমান বিজেপির কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত। বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এটা গোষ্ঠী কোন দলের ফল বলে বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে।