হুগলি, ১৬ আগস্ট:- গতকাল হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর “সুন্দর বাড়ি” তে চুরির ঘটনা সামনে আসে। তার যাবতীয় পদক রাখা ছিল ঘরের আলমারিতে। সব কিছু চুরি হয়ে যায়। বুলা চৌধুরী এখন ওই বাড়িতে থাকেন না থাকেন কলকাতার বাড়িতে। ফাঁকা বাড়িতে তার সব পদক চুরির ঘটনা দেখে কেঁদে ফেলেন।
সেই পদকের মধ্যে রাষ্ট্রপতির হাত থেকে নেওয়া পদ্মশ্রী পদকও ছিল। গতকাল সাতারুর বাড়িতে চুরির ঘটনা সামনে আসতে তৎপর হয় পুলিশ। উত্তরপাড়া থানার আই সি অমিতাভ সান্যাল, এসিপি ৩ আলি রাজা, ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস ঘটনার তদন্তে যান। কয়েকজন পরিচিত দুস্কৃতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি আজ সিআইডির ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলা চৌধুরীর বাড়িতে আসে। তারা নমুনা সংগ্রহ করে। ছবি তোলে।