এই মুহূর্তে জেলা

তিলোত্তমা বিচারের দাবিতে রাখি বন্ধন, সেই রাখি উঠলো পুলিশের হাতেও।

হুগলি, ৯ আগস্ট:- বিচারহীন ৩৬৫। আর জি করকাণ্ডের আজ এক বছর। ২০২৪ এর সেই বিভীষিকাময় দিনের ক্ষত আজও টাটকা রাজ্যবাসীর বুকে। আর জি মেডিক্য়াল কলেজে, কর্তব্য়রত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ! খুন! যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে, গোটা দেশকে, গোটা বিশ্বকে। গতকাল থেকেই আবারও রাস্তায় নেমেছে নাগরিক সমাজ। আজ রাখি বন্ধন সেই রাখি বন্ধন উপলক্ষেই দিকে দিকে নাগরিক মঞ্চের উদ্দেশ্যে তিলোত্তমার বিচার চেয়ে রাখি বন্ধন হচ্ছে।

রাখি রাখি বন্ধনের মাধ্যমে মানববন্ধনও হচ্ছে। শ্রীরামপুর বটতলাতেও সকাল থেকে চলছে তিলোত্তমার রাখি বন্ধন। রাস্তায় সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে আবারো মৌন আন্দোলনে নেমেছেন নাগরিক মঞ্চ। সেখানেই রাখি পড়ানো হল এক পুলিশ কর্মীর হাতে। পুলিশ কর্মীর হাতে রাখি পড়ানোর মাধ্যমে সুরক্ষা বন্ধন করা হলো। এরপরে যদি একটু সুরক্ষা পাওয়া যায় সেই আশায়।