হুগলি, ১ আগস্ট:- বৃষ্টি হলে জল জমে। ভারী বৃষ্টি হলে রাস্তা উপচে জল স্কুলে ঢুকে যায়।ব্যান্ডেল বিদ্যমন্দির স্কুল ছুটি দেওয়া হয়েছে জলের জন্য। প্রাথমিক স্কুল খোলা থাকলেও বাচ্চারা যেতে পারছে না। হাইস্কুল নোটিশ দিয়ে ছুটি দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত।
কাল থেকে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হলে জল নামবে না। সেই আশঙ্কা। বিদ্যামন্দির স্কুলের শিক্ষক জ্যোতির্ময় বালা জানান, বর্ষায় বৃষ্টির কারনে স্কুল ছুটি দিতে হয়েছে। আপাতত সোমবার পর্যন্ত। পরে আবার বৃষ্টি হলে কি হবে বলা যায়না। স্কুলের চারপাশে আগাছার জঙ্গল।জল জমে থাকায় পোকা মাকরের উৎপাত বাড়ে।