হুগলি, ৩০ জুলাই:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড়ের ইনচুরায় ঝপান হয় প্রতিবছর এই সময়।বহু মানুষ সেখানে ঝাপানের মেলা দেখতে যায়। গতকাল পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া ও আগ্রাপার গ্রাম থেকে তিন যুবক ইনচুড়ায় যায় ঝাপান দেখতে। রাত নটা নাগাদ তারা বাড়ি ফিরছিল। মগড়া থানার ফতেপুর আড্ডামোরে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিপরীত দিকের বাইকে পান্ডুয়ার দুই যুবক ছিলেন। তারাও ইনচুরা যাচ্ছিলেন। দূর্ঘটনায় পোলবার দুই যুবক রাজু মূর্মু (২৫) ও শুভজিৎ মন্ডলের (২৭) মৃত্যু হয়। গুরুতর আহত হন মঙ্গল টুডু। পান্ডুয়ার দুই যুবকও গুরুতর জখম হন। তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের আজ ময়না তদন্ত করা হবে ইমামবাড়া হাসপাতালে।