এই মুহূর্তে জেলা

চুঁচুড়া হাসপাতাল রোডের বেহাল দশা ঘিরে পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

হুগলি, ২০ জুলাই:- চুঁচুড়া হাসপাতাল রোডের বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করল বিজেপি। মাত্র তিন মাস আগে সংস্কার হওয়া এই রাস্তাটি ফের খেবরো হয়ে পড়ায় নিত্যদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। এ নিয়ে রবিবার দুপুর ১২টা থেকে বিশালাক্ষী মন্দিরের কাছে পথ অবরোধে নামেন বিজেপি কর্মীরা। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ চলতে থাকে প্রায় আধ ঘণ্টা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত আধ ঘণ্টার মধ্যেই অবরোধ তুলতে সমর্থ হয় পুলিশ।

বিজেপি নেতা সুরেশ সাউ হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে রাস্তা সংস্কার না হলে বিধায়কের বাড়ির সামনে ধর্ণায় বসব।” এ বিষয়ে পুর পারিষদ (পূর্ত) সৌমিত্র ঘোষ জানান, কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ করেছে কেএমডিএ। তারাই পাইপ পোঁতার পরে রাস্তা সংস্কার করেছিল। তবে অতিবৃষ্টিতে ফের রাস্তা খেবরো হয়েছে। বৃষ্টি কমলেই কেএমডিএ ফের রাস্তা সংস্কার করবে। পাশাপাশি বর্ষার পর শহরের অন্যান্য রাস্তাগুলিও নতুন করে মেরামত হবে বলেও তিনি দাবি করেন।