হুগলি, ১৬ জুলাই:- ২১ জুলাই সভার সমর্থনে চুঁচুড়ায় একাধিক ব্যানার টাঙিয়েছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী।সেই ব্যানার গায়েব হয়ে গেছে। হুগলির মোড় খাদিনার মোড় তোলা ফটোক বিভিন্ন জায়গা টাঙানো ছিল সেই ব্যানার।কেউ বা কারা বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে দেয় অনেকগুলো ব্যানার পুরোপুরি গায়েব করে দেয়। কর্মদক্ষ চুঁচুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যেসব জায়গায় সিসি ক্যামেরা নেই সেই জায়গার বানারই বেশি খুলে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কারা এই কাজ করলো? বিজেপির অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা। বিজেপি নেতা স্বপন পাল বলেন, চুঁচুড়ায় বিধানসভার টিকিট পাওয়ার জন্য লড়াই শুরু হয়েছে।বর্তমান বিধায়ক ছাড়াও বেশ কয়েকজন দাবিদার রয়েছে।
সেই দ্বন্দ্বের ফলেই দলেরই নেতার টাঙানো ব্যানার গায়েব করে দেয়া হচ্ছে রাতের অন্ধকারে। নির্মাল্য চক্রবর্তী বলেন,হুগলির মোড়ে ৫০ ফুটের একটি ব্যানার টাঙানো হয়েছিল। সেটি ছিঁড়ে দেওয়া হয়েছে। খাদিনা মোড় থেকে তোলা ফটো বেশ কয়েকটি ব্যানার ছিল সেগুলো পুরোপুরি গায়েব হয়ে গেছে। কে বা কারা করেছে সেটা জানিনা। তবে পুলিশকে অভিযোগ করেছি। বলেছি যেই করে থাকুক পুলিশ যাতে তাদের চিহ্নিত করতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যারা করে তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসে তারা এই কাজ করবে না। কারন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। বিজেপির অভিযোগ প্রসঙ্গে বলেন, বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই। যে বা যারাই করে থাকুক পুলিশ তাদের চিহ্নিত করুক কারণ এটা দলকে অবমাননা করা হচ্ছে।