এই মুহূর্তে জেলা

জলমগ্ন এলাকা, যন্ত্রণা থেকে মুক্তি পেতে হুগলিতে পথ অবরোধের শামিল স্থানীয়রা।

হুগলি, ১৫ জুলাই:- জল যন্ত্রণায় ভুগছে এলাকার মানুষ, প্রতিবাদে বৈচিগ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সমাধানের আশ্বাস প্রধানের। বেহাল নিকাশি ব্যবস্থা, ডিভিসি ক্যানেলের জল ডুকছে এলাকায়, দুর্ভোগে বাসিন্দারা। নিম্নচাপের জেরে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের গোয়ারা পশ্চিম পাড়া এলাকার। প্রতিবাদে মঙ্গলবার পান্ডুয়ার বৈঁচিগ্রাম জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। এরপরেই সিমলাগর ভিটাসিন পঞ্চায়েতে ওই এলাকার স্থানীয় বাসিন্দা পঞ্চায়েতের প্রতিনিধি ও বিডিওর প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দা আনিসুল শেখের অভিযোগ, প্রতিবছর ডিভিসির ছাড়া জল ঢুকে আমাদের এলাকা ডুবে যায়। পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।

এবছর বর্ষায় গোটা পাড়া জলমগ্ন হয়ে গেছে। পঞ্চায়েতের জানালেও তাদের কেউ আসেনি। তাই বাধ্য হয়ে এই অবরোধ করেছি। আজ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়া সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বলা মুর্মু বলেন, গোয়ারা পশ্চিম পাড়া এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের‌। গত বছর জেসিবি দিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে ডিভিডি পরিষ্কার করা হয়েছিল। ডিভিসি ভেঙে এলাকা জলমগ্ন হচ্ছে। বড় ক‍্যানেল সংস্কার করা না হলে জলের সমস্যা থেকে যায়। ক্যানেল পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়। জেলা পরিষদ, এম এল এ বা এমপি ফান্ড থেকে করলে সেটা সুবিধা হবে। আপাতত আমরা জেসিপি দিয়ে কাটিয়ে জল নামানোর ব্যবস্থা করছি। ডিভিসির ক্যানেলের জলে এলাকায় ঢুকছে। জেসিবি ডাকা হয়েছে দ্রুত কাজ শুরু হচ্ছে।