এই মুহূর্তে জেলা

হিন্দুস্থান মোটরের জমিতে টিটাগড় ওয়াগান কারখানা!

হুগলি, ১৪ জুলাই:- হিন্দ মোটরের হিন্দুস্থান মোটর কারখানা বন্ধ হয়ে যায় ২০১৪ সালে। অ্যাম্বাসাডার গাড়ি উৎপাদন বন্ধ হলেও জমির একাংশে টিটাগড় ওয়াগন কারখানায় রেলের কোচ তৈরী হতে থাকে। মেট্টো রেলের কোচ তৈরীর পাশাপাশি ইএমইউ এর এসি কোচ তৈরীর বরাত পায় টিটাগড় ওয়াগন। তার জন কারখানা সম্প্রসারন প্রয়োজন হয়ে পরে। রাজ্য সরকার হিন্দুস্থান মোটরের জমি ২০২২ সালে অধিগ্রহন করেছিল। সেই জমি থেকে ৪০ একর জমি টিটাগড় ওয়াগনকে লিজ দেয়। সেই জায়গার পজিশান নিলো টিটাগর ওয়াগন। পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা রক্ষী বসানো হয়।

হিন্দুস্থান মোটর শ্রমিক আন্দোলনের বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, রাজ্য সরকার হিন্দুস্থান মোটরের মিলিত চেষ্টায় কারখানার ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। এখনো প্রায় আড়াইশ শ্রমিক পিএফ গ্র্যাচুইটি পায়নি। তাদের কথা ভাবেনি সরকার। হিন্দমোটর নিয়ে শ্রমিকরা চাইলে আবার আন্দোলন হতে পারে। স্থানীয় বাম সিপিআইএম নেতা আভাস গোস্বামী বলেন, শিল্পের জমিতে শিল্প চাই। যারা পে রোলে আছে তাদের কাজের ক্ষেত্রে অগ্রাধীকার দিতে হবে। হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টিটাগড় ওয়াগান তাদের কারখানা সম্প্রসারন করবে বলে রাজ্য সরকারের কাছে আবেদন করে।সেই মোতাবেন চল্লিশ একর জমি তাদের লিজ দেওয়া হয়েছে।সরকার সেই লিজের টাকা পাবে।