হুগলি, ২৮ জুন:- কসবা ল’ কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র উত্তেজনার মধ্যে শনিবার দুপুরে হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরে পথ অবরোধে সামিল হল বিজেপি। দুপুর দেড়টা নাগাদ হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ ও অবরোধ। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। এই ধাক্কাধাক্কির মধ্যে এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।
এরপরেই পুরুষ বিজেপি কর্মীরা প্রতিবাদের অদ্ভুত পন্থা অবলম্বন করে—তাঁরা জামা খুলে রাস্তায় বসে পড়েন। তাঁদের বক্তব্য, “যখন রাজ্যের সরকারই উলঙ্গ, তখন আমরা এই ভাবেই প্রতিবাদ জানাচ্ছি।” বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। দুপুর 1 টায় অবরোধ তুলে নেয় বিজেপি।








