হুগলি, ১৫ জুন:- বৈদ্যবাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডে এবারের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটি কৃতি ছাত্র-ছাত্রীর বাড়িতে গিয়ে সম্বর্ধনা প্রদান করলেন ১০ ওয়ার্ডের কাউন্সিলর তথা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এবং হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ।
রবিবার সকালে তার ওয়ার্ডের প্রায় ৭০ জন ছাত্রছাত্রীর হাতে একটি করে সুদৃশ্য স্মারক, উত্তরীয়, ফুল, পেন, এবং মিষ্টি তুলে দিয়ে তাদের আশীর্বাদ করলেন এলাকার ভাইদা।
এ বিষয়ে বলতে গিয়ে সুবীর বাবু জানালেন প্রতি বছর আমি এই ধরনের অনুষ্ঠান করি কারণ আমি মনে করি এই সমস্ত ছেলেমেয়েরাই আমাদের দেশের ভবিষ্যৎ তাই তাদের আজকে সম্বর্ধিত করতে নিজেকে অত্যন্ত গর্ব অনুভব করছি, কারণ আজকের এই সমস্ত অঙ্কুরিত গাছের চারা একদিন মহীরুহে পরিণত হবে, আশা করি এরাই একদিন দেশ ও দশের এবং সমাজ গঠনের কাজে লাগবে। সুবীর বাবুর এই প্রশংসনীয় উদ্যোগকে এলাকাবাসীরা অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি সব সময় মানুষের পাশে থাকেন, যেকোনো বিপদ আপদে তাকে ডাকলে পাওয়া যায়।