হুগলি, ১৫ জুন:- বেলা বারোটায় মোট ৫৬ টি আসনের জন্য ১৮ বুথে ভোট গ্রহন শুরু হয় নবগ্রামের তিনটি স্কুলে। বাম সমর্থিত প্রার্থীরা সব আসনে প্রতিদ্বন্দ্বীতা করে তৃনমূল সমর্থিত প্রার্থীদের সঙ্গে। ভোটে অশান্তি রুখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তবুও বুথে বুথে ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ বামেদের।
ভোটারকে ঢুকতে না দেওয়া, জোর করে ছাপ্পা মারা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে নবগ্রাম নৈটি রোড অবরোধ করে বাম সমর্থকরা। তৃনমূল যদিও অভিযোগ মানেনি।তাদের দাবী মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছে।এটা গনতন্ত্রের জয়।